মহানগর জাসাসের সভাপতি স্বপন ও সম্পাদক জাহাঙ্গির

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নারায়ণগঞ্জ মহানগর কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

গত ১৮ই মার্চ শুক্রবার জাসাস জাতীয় নির্বাহী কমিটির আহবায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. স্বপন চৌধুরীকে সভাপতি এবং জাহাঙ্গির হোসেন স্বাধীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনের দলীয় প্যাডে জাতীয় নির্বাহী কমিটির আহŸায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ই জানুয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মো: স্বপন চৌধুরীকে আহবায়ক ও জাহাঙ্গীর হোসেন স্বাধীনকে সদস্য সচিব করে মহানগরের ৪৯ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করেছিলো জাতীয় নির্বাহী কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্র নায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটি অনুমোদন করেছেন। মহানগর/জেলার সাংগঠনিক টিম কর্মিসভা করে এবং স্থানীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত