নিউজিল্যান্ডে মসজিদে হামলা : বন্দরের নিখোঁজ ফারুকের মরদেহ শনাক্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত বন্দরের ওমর ফারুকের মরদেহ শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি সারোয়ার হোসেন।

ওমর ফারুক বন্দর উপজেলার ২২নং ওয়ার্ডের এইচ এম সেন রোড রাজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি নিউজিল্যান্ডে একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। তার পিতার নাম মৃত আবদুর রহমান। তার স্ত্রী সানজিদা জামান নিহা বর্তমানে ৩ মাসের অন্ত:সত্ত্বা। ১ ভাই ৩ বোন। ওমর ফারুক ২ বোনের ছোট।

ওমর ফারুকের স্ত্রী সানজিদা জামান নিহা জানান, তার স্বামীর সাথে সর্বশেষ কথা হয় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫১ মিনিট আর নিউজিল্যান্ড সময় শুক্রবার সকাল ৮টার দিকে। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ওমর ফারুকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তিনি নিউজিল্যান্ড চলে যান। পরে গত ১৬ নভেম্বর ছুটিতে দেশে আসেন। পরবর্তিতে সে ১৮ জানুয়ারি পুনরায় নিউজিল্যান্ড চলে যান।

ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন জানান, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার পর আমরা ফোন করে জানতে পারি নিউজিল্যান্ডে মসজিদে বন্ধুকধারীর হামলায় নিহতদের মধ্যে আরও দুজন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ওমর ফারুকও রয়েছে। ওমর ফারুকের পার্সপোর্ট নাম্বার হলো বি সি-০১৪৪৪১০ ‍

add-content

আরও খবর

পঠিত