মসজিদে বিস্ফোরণ : তদন্তে আরো ৭ দিন চাইলো জেলা প্রশাসন, মৃত বেড়ে ২৯

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আব্দুস সাত্তার নামে আরো একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃতের  সংখ্যা দাড়ালো ২৯জন। অগ্নিদগ্ধ ৩৭ জনের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছে, আর বাকি ৭ জন আশংকাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইানস্টিটিউটে বিশেষ চিকিৎসাধীণ রয়েছে। এদিকে বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পেশ করতে আরও সাত দিনের সময় চেয়েছে। তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি এর আবেদনের প্রেক্ষিতে আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, যেহেতু সারা বাংলাদেশ এ বিষয়টা জানার অপেক্ষায় আছে। তদন্ত কমিটির সদস্যরা এ বিষয়ে কাজ করছে। আরা কিছু তথ্য ও বক্তব্য তাদের সংগ্রহ করতে হবে তাই সময় চেয়েছে তদন্ত কমিটি।

ইতমধ্যে অবহেলার কারণে তিতাস কর্তৃপক্ষের ৮জন র্কমকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় তিতাস গ্যাসের তদন্ত কমিটির প্রধান আব্দুল ওহাব তালুকদার বলেছেন, মসজিদের চার পাশে মাটি খনন করা হয়েছে। এর মধ্যে উত্তর পাশের একটি পাইপে ৬ টি লিকেজ পাওয়া গেছে। মসজিদ নির্মাণের সময় একটি পিলারের কলাম লাইনের উপর দিয়েই বসিয়ে ফাউন্ডেশন নির্মাণ করেছে।  পরবর্তীতে পাইপ সরাসরি মাটির সংস্পর্শে এসে ছিদ্র হয়ে গ্যাস লিকেজ করেছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে।

বৈদ্যুতিক সংযোগের সংশ্লিষ্টতা নিয়ে তিনি আরো জানান, মসজিদে দুইটি বিদ্যুৎ সংযোগ ছিলো এর মধ্যে একটি অবৈধ সংযোগ। ঘটনার ওই দিন কেউ একজন বিদ্যুৎতের সুইচ চেপে ধরেন এতে স্পার্ক হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে তিতাস কর্তৃপক্ষ গত তিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিলেন আজ সকাল থেকে তা ভরাট করছে। সেই সাথে ডিপিডিসির একটি টিম বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে।

add-content

আরও খবর

পঠিত