মসজিদে ঝুলন্ত লাশ, মোয়াজ্জিন বলছে চুরি দেখে ফেলায় শাস্তির ভয়ে আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লা একটি মসজিদ থেকে বিল্লাল হোসেন (১৭) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় আল আমিন বাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিল্লাল হোসেন লালপুর পৌষাপুকুরপাড় এলাকার পোশাকশ্রমিক আলমগীর হোসেনের ছেলে

বিল্লাল হোসেনের নানি লাল বানু বলেন, বিল্লাল পোশাক কারখানায় কাজ করতো। এই মসজিদে প্রায় সময় সে নামাজ পড়তে আসতো। আজ সকালে কাজে বের হয়ে আর বাসায় ফেরেনি। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মসজিদে এসে বিল্লালের মরদেহ দেখলাম। সে গলায় ফাঁস দেওয়ার মতো ছেলে না। এর সঠিক তদন্ত চাই

বিষয়ে মসজিদের মোয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, এশার নামাজের আজানের সময় বিল্লাল মসজিদ থেকে একটি ব্যাটারি চুরি করে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। আমি তাকে ধরে ফেলি। এরপর ইমাম মাওলানা মহিউদ্দিনকে জানানোর পর তিনি বলেন তার কক্ষে আটকিয়ে রাখতে। নামাজের পর মসজিদ কমিটির কাছে তাকে বুঝিয়ে দেওয়া হবে। এরপর নামাজ শেষে রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে বিল্লাল এর গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মরদেহ

বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে

add-content

আরও খবর

পঠিত