মশা নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকায় জনমনে উৎকন্ঠা : আবু হাসান টিপু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু এক বিবৃতিতে বলেছেন, হকার উচ্ছেদ নাটককে কেন্দ্র করে সিটি মেয়রকে সৈন্য সামন্ত নিয়ে চাষাঢ়া অবধি ছুটে আসতে দেখা গেলেও মশা নিধনে তার ভূমিকা জনমনে উৎকন্ঠা দেখা দিচ্ছে।

কয়েক সপ্তাহ ধরে মশার উৎপাতে নগরবাসীর প্রায় নাভিশ্বাস অবস্থা হলেও এই মশা নিধনে সিটি কর্পোরেশনের তেমন কোন উদ্যোগ নেই। তিনি বলেন নিশ্চয় জনগণের টেক্সের পয়সায় পরিচালিত সিটি কর্পোরেশনকে মশা নিধনে ব্যার্থ হওয়ার কোন অবকাশ নেই।

আবু হাসান টিপু বলেন, মেয়র মহোদয় নিজ দলীয় কোন্দলে যত বেশী সক্রিয় ভূমিকা রাখছেন তাতে করে রাজনৈতিক আধিপত্য বিস্তারসহ অপরাপর ক্ষেত্রে নিরঙ্কুশ মারহাবা পেলেও জনগণের দৈনন্দিন কষ্ট নিরসনে ধারাবাহিক নিস্ক্রিয়তা তার জনসমর্থন শূন্যের কোঠায় চলে আসলেও অবাক হওয়ার কিছুই থাকবেনা।

নারায়ণগঞ্জের নগর বাসীর সস্তি ও শান্তি ফিরিয়ে আনতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা অবিলম্বে মশা নিধনে কার্যকর ভূমিকা পালনের জন্য মেয়র মহোদয়ের নিকট জোর দাবী করেন।

add-content

আরও খবর

পঠিত