নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আবিদ এন্ড ব্রাদার্স ও সাব্বির ক্যামিকেল কয়েল কারখানায় অভিযান চালিয়েছে বন্দরে ভ্রাম্যমান আদালত। ৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বন্দরের গকুলদাসেরবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে ভ্রাম্যমান আদালত উল্লেখিত দুইটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো : সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোডস্থ হিরাঝিল এলাকার আমির হোসেন মিয়ার ছেলে সাকিব (২৮) সোনারগাঁ থানার তাতুয়াকান্দী এলাকার ফজলুল হকের ছেলে আসাদুল্লাহ (২৯) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাসেরা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে রুহুল আমি (২২) ও সোনারগাও থানার তাতুয়াকান্দী এলাকার মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে মহসিন (৪০)।
বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। অভিযানের সময় তার সাথে ছিলেন তিতাসের প্রকোশলী মো. মিজবাউল রহমানসহ বন্দর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
এ ব্যাপারে তিতাসের প্রকৌশলী মেজবাউল রহমান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কয়েল কারখানা ও মুড়ি কারখানা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে সাকিবের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছি।