নারায়ণগঞ্জ বার্তা ২৪ :মব জাস্টিসের নামে হত্যা বন্ধের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন৷ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়৷
এ সময় সংগঠনটির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে দুইজনকে পিটিয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করার দাবি জানান৷
ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সৌরভ সেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক ইউশা ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, সাকিব হাসান সানি, অর্থ সম্পাদক শাহিন মৃধা, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান প্রমুখ৷
ছাত্র নেতারা বলেন, “আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছি একটি বৈষম্যহীন সমাজের আশায়৷ ৫ আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা এ বাংলাদেশে আর কোনো অন্যায়-অবিচার যাতে না হয় তা চেয়েছিলাম৷ কিন্তু আমরা দেখছি, দেশে আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই৷ বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলো এখনো অনিরাপদ৷ যার ফলে ঢাবি ও জাবিতে দু’জনকে হত্যার শিকার হতে দেখলাম আমরা৷”
‘মব জাস্টিসের’ বন্ধের দাবি জানিয়ে তারা বলেন, “শত শত ছাত্র-জনতা শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য তাদের জীবন উৎসর্গ করেনি৷ তারা এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লড়েছে৷ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে রাষ্ট্র ও সরকারকে এই মুহুর্তে ব্যবস্থা নিতে হবে৷”