নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুল ইসলাম এর স্বরণে আলোচনা সভায় অয়ন ওসমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করছেন মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক রিয়াদ ও শান্ত খান। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে ২নং রেইল গেইট আওয়ামীলীগ র্কাযলয়ের সামনে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের চমৎকার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক নারায়ণগঞ্জের রুপকার ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। এসময় প্রধাণ অতিথির বক্তব্যে শামীম ওসমান আইভীকে উদ্দেশ্যে করে বলেন , ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের পর নিজেকে সুশীল পরিচয় করিয়ে দিতে প্রথম আলোর গোল টেবিলে বসে বলেছেন নেত্রী সন্ত্রাসী পালেন। যুগান্তরের গোল টেবিলে আওয়ামীলীগ সরকারের আমলকে বলেছেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। এখন পিঠ বাঁচাতে আওয়ামীলীগ সরকারের সহযোদ্ধা হতে চান। খালেদা জিয়াকে উপাধি দেন যে খালেদা জিয়া গণতন্ত্র চান। আর শেখ হাসিনা গণতন্ত্র রাখতে চেষ্টা করেন।
তিনি সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন , অনেক কিছু বলার আছে , অনেক কথা বলব। আপনারা শুনবেন । বলব , আর যা বলব তা করে দেখাব। কারন আমার জন নেত্রী শেখ হাসিনা কর্র্মীদের কথা শুনেন। আগামী ১৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনের সামনের খালি জায়গায় সেখানে লক্ষাধিক লোকের সামগম হবে। নারায়গঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করবো সেইদিন সত্যের সাথে মিথ্যার লড়াই হবে। আমি ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ণ করবো, ৭৫ এর পর থেকে বঙ্গবন্ধু , শেখ হাসিনা ও নৌকার সঙ্গে যারা বেঈমানী করেনি তাদের সবাইকে মূল্যায়ন করা হবে।
আওয়ামীলীগ পরিবারের যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ , শ্রমিকলীগসহ সকলই প্রস্তুতি নিন , আপনারা হতাশ হবেন না। ঐদিন আমরা কিছু বলবো। দলমত ভেবে সেই দিন হবে নির্বাচন। আগামী ১৬ মার্চ এই নারায়ণগঞ্জকে সুন্দর, উন্নয়ন করার জন্য সিটি কর্পোরেশনের আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করবো। জাতির পিতার জন্মদিন উপলক্ষে আনোয়ার ভাইয়ের নেতৃত্বে আমরা সেদিন নারায়ণগঞ্জের নতুন নেতৃত্ব উপহার দিব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা , আওয়ামীলীগের সাহাবুদ্দিন মন্ডল , জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু , আওয়ামীলীগের সিদ্দিরগঞ্জ থানা কমিটির সভাপতি মুজিবুর রহমান , আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম , জসিম উদ্দিন ,কাউন্সিলার বাদল ,আরজু ভূঁইয়া , কাশিপুর ইউপি চেয়ারম্যান মোমেন সিকদার ,যুবলীগ নেতা আবু হাসনাত মো: শহীদ বাদল সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল , আওয়ামীলীগ নেতা শওকত আলী , শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, এড. মাহমুদা মালা, সিটি করপোরেশনের কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।