মন্দির সংস্কারে কাউন্সিলর বিন্নির ঢেউটিন বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর টানবাজার সিটি কলোনীতে জীর্ণকায় একটি মন্দির সংস্কারে নিজস্ব তহবিল থেকে ঢেউটিন বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মন্দির কমিটির হাতে সংস্কার সামগ্রী তুলে দেন তিনি। একই সাথে মন্দির সংস্কারে আনুসাঙ্গিক খরচ বাবদ নগদ অর্থও প্রদান করেন শারমিন হাবিব বিন্নি।

তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরেই এই দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখেই আমরা প্রতিটি ধর্মের মানুষ একে অন্যের উৎসবে আনন্দে মেতে থাকি। সম্প্রীতির এমন অটুট বন্ধন পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না।

এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের আগ্রীম শারদীয় শুভেচ্ছা জানান। পাশাপাশি মহামারি করোনা থেকে সুরক্ষিত থাকতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পূজোর আনন্দ উপভোগের পরামর্শ দেন। এসময় বিশিষ্ট সমাজ সেবক হামজা হাবিব মিশর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত