মন্ত্রী মহাদয়ের কাছে আমি অপরাধী : এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, সবচেয়ে দুঃখজনক হলো গত দুই বছরেও এই বিল্ডিংটা উঠে নাই। এটা আমার কাছে দুঃখ ও মন্ত্রী মহাদয়ের কাছে আমি অপরাধী মানুষ। তবে চাইলেই হয় না। এখন পর্যন্ত আমার কাছে কোন নকশা, কোন প্লান বা কোন বাজেট সুস্পষ্ট হয়ে আসে নাই। কথা ছিল সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলীকে নিয়ে একটা কমিটি গঠন করে আমাকে দেখানো হলে, আমি এই বিল্ডিংটি তৈরী করব। যেখানে আপনাদের আজকে বিল্ডিং উদ্বোধন করার কথা। সেখানে আপনারা আজকে ভিত্তি প্রস্তর উদ্বোধন করছেন। রবিবার ( ২৩ সেপ্টেম্বর ) বিকালে জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির অভিষেক এবং নতুন ডিজিটাল বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রায়ই টেলিভিশনে দেখি, এটা যেন সেই নাটক না হয়, আগামী নির্বাচনের নাটক। সেলিম ওসমান যদি জীবিত থাকে সংসদ সদস্য হোক আর না হোক, কথা দিলাম বিল্ডিং হবে। এই বিল্ডিং করার জন্য একটি উচ্চ মানের কমিটি করতে হবে। যার মাধ্যমে আমার কাছে বিল যাবে। যেদিন থেকে বিল যাবে আমি ৩ কোটি টাকা পর্যন্ত ব্যক্তিগত ভাবে বিল পরিশোধ করব। যদিও আমাকে রিসিট দিতে হবে। কারণ এই বাজেটটা আমার কাছে কিছুটা সন্দেহের। বাজেটটি খুব তাড়াতাড়ি করা হয়েছে। একটা কমিটির মাধ্যমে কোন কিছু হবে না। সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এটা ৮ তলা না ১২ তলা হবে, প্লানটা পাশ করে সেই সিদ্ধান্তে আসতে হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোহসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার), জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত