মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংসদ শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বর্তমান সাংসদ শামীম ওসমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি এবার নারায়ণগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১০ নভেম্বর শনিবার দুপুর দিকে ধানমিন্ড আওয়ামীলীগের কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন শীতল পরিবহনের চেয়ারম্যান মুক্তার হোসেন ও সাংসদের একান্ত সচিব হাফিজুর রহমান মান্না।

প্রসঙ্গত, ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। প্রতীক বরাদ্দ ৫ ডিসেম্বর।

তফসিল ঘোষণার পর ৯ নভেম্বর শুক্রবার প্রথম দিন থেকে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়ন পত্রের ফরম বিক্রি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে সকাল ১০টা থেকে এই ফরম বিক্রি শুরু হয়।

এ ছাড়াও এ দিন নারায়ণগঞ্জ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, আবু সুফিয়ান, অ্যাড. আনিসুর রহমান দিপু। নারায়ণগঞ্জ-৪ আসন থেকে কামাল উদ্দিন মৃধা, নাহিদা বেগম। নারায়ণগঞ্জ-৩ থেকে সাবেক এমপি কায়সার হাসনাত, মাহফুজুর রহমান কালাম।

add-content

আরও খবর

পঠিত