নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচন-২০১৬ উপলক্ষ্যে মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির মনোনিত প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। ২৩ নভেম্বর বুধবার দুপুরে জেলা রিটারর্নিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। অ্যাড. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ নগর বিএনপির কমিটির সাধারণ সম্পাদক ও আলোচিত সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়ছেন। তিনি সাত খুন ঘটনার পর বিচারের দাবিতে আন্দোলন করে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে আলোচনায় আসেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আব্দুল কালাম, জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ন কবির, এড. মশিয়র রহমান শাহীন প্রমূখ।
এসময় বিএনপির মনোনিত মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খাঁন বলেন, আমি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হলে আমি বিজয়ী হবো। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েন জরুরী। শহরে যত বৈধ্য ও অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। আমরা চাই নির্বাচন কমিশনার ও এই সরকার একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবে। প্রতিযোগীতামূলক ও অংশগ্রহনমূলক নির্বাচন হলে আমরা জনগনের ভোট পেয়ে নির্বাচিত হবো। আপনারা জানেন গতবার বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনা মোতায়েনের আবেদন করেছিল। আবেদন অনুযায়ী সেনা মোতায়েন না করায় বিএনপি নির্বাচন থেকে সড়ে দাড়ায়।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নাসিক নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন। বিএনপির একক প্রার্থী হয়ে নৌকার বিপরিতে ধানের শীষ নিয়ে লড়বেন তিনি।
গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
তিনি বলেন, স্থানীয় নেতৃবন্দের সাথে আলোচনা করে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি তথা ধানের শীষের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ নগর বিএনপির একাংশের সাধারণ সম্পাদক সাখাওয়াতকে এ নির্বাচনে লড়তে হবে বর্তমান মেয়র ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে।
নাসিক নির্বাচন মেয়র পদে বিএনপির প্রার্থী নিয়ে স্থানীয় বিএনপিতে বিভিন্ন ধরনের নাটক শুরু হয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বেশ কয়েকজন বিএনপি নেতা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
এরমধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম, জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানের নাম উল্লেখযোগ্য।
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের সিটি করর্পোরেশন নির্বাচন উপহার দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এ নির্বাচনে মেয়র পদে বহাল থেকে নির্বাচন করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশিন (ইসি)। নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনের জন্য ইসির জারি করা এক বিশেষ পরিপত্র থেকে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন নির্বাচনে ইসির ঘোষনাকৃত তফসীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ নভেম্বর, যাচাই-বাছাই ২৬ ও ২৭ নভেম্বর আর প্র্যাহারের শেষ তারিখ ৪ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোট গ্রহণ সম্পন্ন হবে। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিএনপির মনোনিত প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেন খাঁনের পুর্বে আ:লগের মেয়র র্প্রাথী ডা: সেলিনা হায়াৎ আইভীসহ রবিবার বাংলাদেশ ওয়াকার্স পার্টি থেকে মেয়র পদে মাহাবুবুর রহমান ইসমাইল ও কল্যাণ পার্টি থেকে রাশেদ ফেরদৌস মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোয়নপত্র সংগ্রহ আগামী বৃহস্পতিবার ২৪ নভেম্বর পর্যন্ত চলবে।