নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেলা যুবলীগ নেতা খান মাসুদ। ১৪ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩ টায় নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ২২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটির মুরুব্বীদের নিয়ে এ মনোনয়নপত্র জমা প্রদান করা হয়।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষে ২২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, ২২নং ওয়ার্ডে একটি চক্র তাদের কোন জনসমর্থন ও কর্মী নেই দেখে মাঠে প্রচারণায় নামতে পারছে না। তারা অপপ্রচার চালাচ্ছে খান মাসুদের লোকজন মাঠে নামতে দিচ্ছে না। এরকম যদি কোন প্রমাণ দিতে পারে তাহলে আমি নির্বাচনে করবো না। এই অপপ্রচার কারীরা যেনো অপপ্রচার না করতে পারে এজন্য আপনারা সজাগ থাকবেন। আমি আশা করি জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
মনোনয়নপত্র জমা প্রদানকালে বিশিষ্ট ব্যবসায়ী কুতুবউদ্দিন খান, জসিমউদ্দিন খান, চঞ্চল খান, সারোয়ার খান, লিটন খান, মিঠু খান, রাসেল খানসহ ২২নং ওয়ার্ডে স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।