নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে শিমরাইল নারায়ণগঞ্জ সড়কে আউলাবন সংযোগ সড়কের পাশে সিএনজি ষ্টেশনের উত্তর পার্শে সড়কের উপর পার্কিং করা বাসে (ঢাকা মেট্টো-ব-১১-২৪৭৯) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডের সময় গাড়ির ভিতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলের সন্নিকটে সিদ্ধিরগঞ্জ পুলে থাকা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) আজিজুল হক তাৎক্ষনিক ছুটে আসেন।
পুলিশ বলছে দূর্বৃত্তদের একজন সিদ্ধিরগঞ্জ পুলে কি যেনো ঝামেলা হচ্ছে জানিয়ে চলে যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আগুনের ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
এ ঘটনার সময় ঘটনাস্থলের কাছে পিকআপ নিয়ে দাড়িয়ে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) দিলিপ কুমার বিশ্বাসকে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
অগ্নিকান্ডের ঘটনাস্থলে নিয়োজিত নিরাপত্তা প্রহরী কাঞ্চন জানান, ৩ যুবক একটি সিএনজি করে এসে গাড়িটির সন্নিকটে দাড়ায়। এর মধ্যে একজনের মুখমন্ডল গামছা দিয়ে বাধা ছিলো। অপর একজন ঘটনাস্থলের কাছে পুলিশ পিকআপ নিয়ে দাড়ানো পুলিশের অফিসারের সাথে কথা বলেন। এরপরই পুলিশ গাড়িটি ঘুরিয়ে একটু সামনে নিয়ে দাড়ান। পরে ওই ৩ জন দূর্বৃত্ত গাড়িটির পাশে ছড়িয়ে ছিটে অবস্থান নেন।
এ সময় তিনি এখানে অবস্থান করতে তাদেরকে বাধা দিলে তারা পুলিশের সোর্স বলে পরিচয় দেয়। এবং জানায় একজন আসামী এ পথ দিয়ে অবৈধ মাল নিয়ে আসছে। তাকে আটক করতেই তারা এখানে একটু আড়াল করে দাড়িয়েছেন।
পরে তিনি বাসের সামনে থেকে একটু দুরে সড়ে আসলেই দেখতে পান ওই দূর্বৃত্তরা একটি ইট ছুড়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ভিতরে কি যেন ছুড়ে দিলে গাড়িটি ভিতরে আগুন ধরে যায়। পরে তিনি তাদের ধাওয়া দিলে তারা আউলাবন সড়ক দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, দুবৃত্তদের আরও আগেও দেখেছেন। কিন্তু তাদের নাম জানা না নেই। তারা পুলিশের সোর্স হিসেবে কাজ করে থকে। তবে তাদেরকে তিনি আবার দেখলে চিনতে পারবেন বলে জানান।
এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) দিলিপ কুমার বিশ্বাস বলেন, তিনি ওই ৩ দূর্বৃত্তদের চিনেননা। এদের মধ্যে একজন তাকে সিদ্ধিরগঞ্জ পুলে কি যেনো ঝামেলা হচ্ছে জানিয়ে চলে যায়। এর কিছুক্ষন পর তিনি দেখতে পান গাড়িটি আগুনে জ্বলছে।
আগুন নিভাতে ঘটনাস্থলে আসা আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহজাহান বলেন, জ্বালানো কয়েল থেকে এ আগুন লাগতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা গাড়ির চালক জানান, দীর্ঘ ২ বছর থেকে গাড়িটি এখানেই পাকিং করে রাখা হয়। রাতে গাড়িতে কেউ থাকেনা। গাড়ির মূল মালিক সুনিল। তিনি মারা গেছেন। বর্তমানে তার স্ত্রী গাড়ি দেখাশুনা করেন।
ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থনার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, আগুনের ঘটনার কিছু সময় আগে তিনি এ সড়ক দিয়ে রাউন্ড দিয়েছিলেন। সিদ্ধিরগঞ্জ পুলে আসা মাত্রই তিনি খবর পান কে বা কারা গাড়িতে আগুন দিয়েছেন। তাৎক্ষনিক তিনি ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি নিরাপত্তা প্রহরী কাঞ্চন ও গাড়ির চালকের সাথে কথা বলেন। এবং এসআই দিলিপ কুমার বিশ্বাসকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।