নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র মদিনা শরীফের আদলে নারায়ণগঞ্জে ঈদের জামাতের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন। এবারও সর্ববৃহত্তর ঈদ জামাত করার উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আর সেই লক্ষ্যে শহরের ইসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে চলছে ব্যপক প্রস্তুতি। ইতিমধ্যে ৮০ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।সরেজমিনে দেখা যায়, আধুনিক সরঞ্জাম দ্বারা ঈদ জামাতের প্রস্তুতি কাজ করছে। নানা রংয়ের ডিজাইন ও আরবী হরফে সাজানো হয়েছে প্রধান ফটক। মুসল্লীদের নির্বিঘ্নে প্রবেশের জন্য রাখা হয়েছে মোট তিনটি প্রবেশ পথ। ঈদ জামাতের স্থানে টানানো হয়েছে ইসলামিক বানীর বেশকয়েকটি ব্যানার ফেস্টুন। এছাড়াও বৃষ্টির মধ্যেও যেন মুসল্লিদের নামাজ আদায়ে কোন সমস্যা না হয় সেজন্য বিশাল ছাউনির ব্যবস্থাও করা হয়েছে । সাউন্ড সিস্টেম থেকে সকল কিছু মিলিয়ে ঈদ জামাতের স্থানকে সুন্দর রূপ দিতে চলছে ব্যাপক প্রস্তুতী।প্রসঙ্গত, গত সোমবার (২৭ মে) ফতুল্লা থানার লামাপাড়া এলাকায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে দলীয় ইফতার মাহফিলে আলোচনা সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, গতবারের মত এবারও নারায়ণগঞ্জে বড় ঈদের জামাত করা হবে। মদিনা শরীফের আদলে প্রায় দেড় লাখ স্কয়ার ফিটে এবার জামাত হবে। এরইমধ্যে জেলা প্রশাসনকে আমি বলেছি একটা কমিটি করে দিতে যাতে আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকে। আমাদের মৃত্যুর পরেও যেন এ জামাত হয়।
উল্লেখ্য, গত বছরেও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের উদ্যোগে একই স্থানে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষি।ঠত হয়েছিল। নারায়ণগঞ্জের ইতিহাসে এটিই সর্ববৃহৎ ঈদের জামাত হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি পেশার মানুষ এই ঈদ জামাতে অংশগ্রহণ করেন।