মদনপুর স্ট্যান্ডে ৪টি ভারী মালবাহী গাড়ির সংঘর্ষ, আহত-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মদনপুরে ৪টি ভারী মালবাহী ট্রাক ও লড়ির সংঘর্ষে লড়ির চালক মারাত্মকভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৬ জানুয়ারি) আনুমানিক রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। আহতকে প্রথমে নিকটস্থ বারাকাহ হাসপাতালে নিলেও তার অবস্থা আশংকাজনক বিধায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তব্যরত হাইওয়ে পুলিশের বরাত দিয়ে জানা যায়, নয়াপুর দিকে থেকে মদনপুরের দিকে আসা বসুন্ধরা সিমেন্ট কোম্পানীর কাভার্ড ভ্যান চট্টগ্রাম অভিমুখ থেকে ঢাকার দিকে যাওয়া রডবাহী লড়িকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে লড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক আটকে যায়। সাথে সাথে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানটি উল্টে মদনপুরে অবস্থিত পুলিশ বক্সের সামনে আছড়ে পড়ে। লড়ির পিছনে অবস্থান করা ট্রাকটিও দূর্ঘটনার বিষয়টি না বুঝতে পেরে লড়িকে ধাক্কা দেয়।

এদিকে কাঁচপুরের দিকে থেকে আসা বসুন্ধরা সিমেন্ট এর আরেকটি কাভার্ড ভ্যান মদনগঞ্জ অভিমুখে যাওয়ার সময় লড়ির পিছনে থাকা ট্রাকটিকে সজোড়ে ধাক্কা দেয়। আটকে থাকা চালককে লড়ির সামনের অংশ ভেঙ্গে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪টি গাড়ীকেই থানায় নিয়ে যায় এবং যান চলাচল স্বাভাবিক করেন।

add-content

আরও খবর

পঠিত