মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪: শনিবার সকাল ১১ ঘটিকায় বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া, বার্ষিক মিলাদ ও ৬ষ্ঠ শ্রেণীতে এ বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই ভূঁইয়া উপস্থিতদের উদ্দেশ্যে বলেন ‘যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা সবাই কামিয়াব হও এই দোয়া করছি। নকলের চিন্তা কেউ করনা। পরীক্ষা খুব কঠিন হবে মনে করে সবাই ভালভাবে প্রস্তুতি নাও। তোমাদের জন্য শিক্ষকরা সর্বদা শ্রম দিয়েছে তাই তাদেরকে তোমরা সর্বদা শ্রদ্ধা করবে। এ বিদায় মানে চির বিদায় নয়, তোমরা স্কুলে নিয়মিত আসবে ও আমাদের জন্যও দোয়া করবে। আর যারা এবছর অত্র স্কুলে ভর্তি হলে তোমরাও সুশিক্ষা অর্জন করে জাতির সম্পদে পরিণত হও সে শুভকামনা জানাচ্ছি’। তাছাড়া অত্র স্কুলের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় তুলে ধরেন যাতে তারা পরীক্ষার সাথে সম্পৃক্ত সকল বিষয় মনে রেখে ঠিকভাবে পরীক্ষা দিতে পারে।

উক্ত দোয়া মাহফিলে অত্র স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম মনু ও খোঁকা ভূঁইয়া, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কাজী কবির হোসেন, আবু ইউসুফ ভূঁইয়া, ইকবাল হোসেন ভূঁইয়া, হাবিবুর রহমান মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য রাহিমা বেগম, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত থেকে দোয়ায় অংশগ্রহণ করেন।

মদনপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাও. মাসুম বিল্লাহ’র পরিচালিত দোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনার পাশাপাশি অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এ আর ভূঁইয়া’র আত্মার মাগফিরাত কামনা সহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যানে মুনাজাত করা হয়।

add-content

আরও খবর

পঠিত