নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন ৪ জুন অনুষ্ঠেয় বন্দরের সকল ইউপির নির্বাচন উপলক্ষ্যে ২০ মে শুক্রবার সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিএনপি থেকে অত্র ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ মাজহারুল ইসলাম হিরনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করলেও শুক্রবার বন্দর উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে অনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন মদনপুর ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিরন। এ সময় কাবিল হোসেন, রুহুল আমিন, মামুন, দেলোয়ার, গোলজার, রহিম, আলমগীর, আবুল হোসেন, আবুল কাশেম, ইয়াকুব দেওয়ান, বন্দর থানা যুবদল নেতা এস এম মোমেন, ইসমাঈল, না:গঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবলু কাউছার আশা, বন্দর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, ছাত্র নেতা রুবেল, খোকন, জনি, রাজু, নাসির, বাবু, ইলিয়াস দেওয়ান, রিফাত সহ অসংখ্য বিএনপি, যুবদল, ছাত্রদল, অত্র ইউপির কর্মী সমর্থকরা চেয়ারম্যান প্রার্থী হিরনের সাথে উপস্থিত ছিলেন। প্রতীক পাবার পর খুব শান্তিপূর্ণভাবে প্রায় ৫ শতাধিক কর্মী-সমর্থক উপজেলা চত্বর প্রস্থান করেন এবং তাদের এই হট্রগোলমুক্ত কর্মীদের উপজেলা চত্বর ত্যাগকে সবাই ইতিবাচকভাবে নিয়েছে এবং বিএনপি প্রকৃতঅর্থেই একটি ভদ্র রাজনীতিতে বিশ্বাসী বলে আবারও প্রমানীত হলো।