মদনপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মদন পুরে ফুটওভার ব্রিজ নির্মাণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চারদফা দাবিগলো হলো-ফুটওভার ব্রিজ নির্মাণ, ডিজিটাল ট্রাফিক সিগনাল স্থাপন, ট্রাফিক ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও যতদিন ফুটওভার ব্রীজ স্থাপন না হবে ততদিনের জন্য থ্রীডি জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করা ।

মানববন্ধনে বক্তারা বলেন, আর কত তাজা প্রাণ বিসর্জন দিলে এখানে ফুটওভার ব্রীজ নির্মাণ করা হবে তা আমাদের জানা নেই। এখানে বছরে গড়ে শতাধিক পথচারী আহত ও নিহত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রকাশিত হচ্ছে কিন্তু কর্তৃপক্ষ এ দাবি বাস্তবায়নে সময় নিচ্ছেন। আগামী ১লা জানুয়ারির মধ্যে যদি মদনপুর চৌরাস্তায় ফুটওভার ব্রিজ নির্মাণ না করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তারা আরও বলেন, স্কুল কলেজের কয়েক হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী ও শ্রেণি পেশার লক্ষ লক্ষ মানুষকে ঝুঁকি নিয়ে নিত্যদিন এখানে রাস্তা পার হতে হয়। আমরা এখানে আর লাশ দেখতে চাইনা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের বছরে আমাদেরকে উপহারস্বরূপ এ ফুটওভার ব্রীজটি নির্মাণ করে দেয়া হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদকে অনুরোধ জানাবো আপনারা সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে এখানে ফুটওভার ব্রীজ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করুন।

এ সময় উপস্থিত  ছিলেন, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কাজী কবির হোসেন, আওয়ামী লীগ নেতা শাহালম, ঔষধ ব্যবসায়ী শফিকুল ইসলাম, সমাজসেবক আসলাম ,বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক আবু তালহা আব্দুল্লাহ, প্রধান সমন্বয়ক শাকিল, যুগ্ম আহবায়ক সেলিম, সদস্য সাইফুল ইসলাম নয়ন, মুরাদ, অনিক, অপু, সৈকত, মোক্তার, ইমতিয়াজসহ অন্যান্য সদস্যরা, এলাকাবাসী এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত