নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলার মদনপুর ইউপি এর কেওঢালা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সংলগ্ন খেলার মাঠে আয়োজিত মরহুম মোবারক আলী স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় শনিবার বিকেলে, পশ্চিম কেওঢালা এলাকার মামা ভাগিনা ফুটবল দলকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে দাপুটে বিজয়ের মাধ্যমে শিরোপা অর্জন করেছে মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে টানা ২ বার বিপুল ভোটে নির্বাচিত ৫নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান খলিলের উদ্যোগে প্রতিষ্ঠিত চাঁনপুর খেলাঘর ফুটবল দল।
খলিলুর রহমান মেম্বারের চানপুর খেলাঘর এর দাপুটে বিজয়ে অত্র চাঁনপুর সহ আশপাশ এলাকার জনসাধারণ আনন্দে ফেটে পড়ে। এর আগে খেলার পূর্বেই চাঁনপুরের কয়েক শত ক্রীড়ামোদী ব্যান্ড বাদ্য বাজিয়ে নেচে গেয়ে খেলার মাঠে উপস্থিত হয় এবং বিজয়ের পর নেচে গেয়ে বাড়ী ফিরে এ আনন্দের বহি:প্রকাশ করেন।
প্রায় ১৬টি দলের অংশগ্রহণে কয়েক মাস ধরে চলমান প্রথম বারের মত আয়োজিত মরহুম মোবারক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে বিজয়ী দলকে ৩২ ইঞ্চি এল ই ডি টেলিভিশন এবং পরাজীত দলকে ১৪ ইঞ্চি টেলিভিশন ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
খেলায় উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আলীনূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, বিশেষ অতিথি হিসেবে মেঘনা থানার আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল সরকার টিপু, মদনপুর ইউপি মেম্বার আব্দুল মতিন, মো. ইমন সাফি ঈমান, মো. সফিকুল মিয়া, মো. সফিকুল ইসলাম সফি, মহিলা মেম্বার বিলকিস আক্তার, ধামগড় ইউপি’র ৩নং ওয়ার্ড মেম্বার মো. আবু সাঈদ, মদনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ আমান, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. কাজী কবির হোসেন উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় শাহ আলম, শাহাবুদ্দিন, হান্নান শাহ, মোক্তার হোসেন, সানি ফাহাদ, কামাল হোসেন, আ: মতিন সহ চাঁনপুরের কয়েক শত ক্রীড়ামোদী ও স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।