মদনপুরের ছোটবাগে যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দ্বীন ইসলাম ) : নারায়ণগঞ্জের বন্দরে মদনপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের ছোটবাগ মসজিদ প্রাঙ্গণে এক মহতি মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার বিকালে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও প্রধান আলোচক হিসেবে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন উপস্থিত থাকার কথা ছিলো। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক নাজিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে ধামগড় ফাঁড়ির ইনচার্জ ইশতিয়াক রাসেল উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের ভয়াবহতা রুখবে আমাদের যুব সমাজ। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, মাদকের সাথে জড়িয়ে পড়েছে কিনা এ বিষয়ে লক্ষ রাখতে হবে, পরিবারে শৃঙ্খলা নিয়ে আসতে হবে। মাদক আমাদের দেশের যুবসমাজ তথা শিক্ষাঙ্গন তথা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করছে। এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের শান্তি ও সমৃদ্ধির দরজা রুদ্ধ হওয়ার পথে। বেকারত্বের কারণে য্বুকদের মধ্যে হতাশা বিরাজমান এবং এই হতাশাই তাদেরকে মাদকাসক্ত তথা অন্যান্য অসামাজিক কর্মকান্ডে লিপ্ত করছে। যুব সমাজকে বিভিন্ন গঠনমূলক ও বিনোদনমূলক কর্মকান্ডে আগ্রহী করে তুলতে হবে। এতে মাদক সেবনের মত ভয়াল থাবা ও সামাজিক অবক্ষয় থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব হতে পারে বলে আমাদের বিশ্বাস।

সভায় হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম, সাবেক মেম্বার সুরুজ মিয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, ধামগড় ফাঁড়ির এসআই নাহিদ মাসুম, এএসআই কামরুল ইসলাম, সমাজসেবক সামছুর উদ্দিন, রহিম মীর, গোলজার, জাকির হোসেন, মোকলেছ প্রধান, শফি প্রধান, দেলোয়ার, নিজাম, সৈয়দ, মুসু, নুরুজ্জামান নুরা, ফুজু মিয়া, শাওন, আতাবর, মামুন, রাব্বনি, শাকিল মাহামুদ, ইসমাঈল, রাব্বি, ইমরান, রফিক, আয়াত, সেলিম, আলমগীর, আয়নাল সহ স্থানীয় কয়েক শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত