নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : মতলব উত্তর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৪ সেপ্টেম্বর মিনা দিবস উপলক্ষ্যে র্যালী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, সহকারি কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, উপজেলা চেয়ারম্যান কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরশেদুল আলম ভূঁইয়া।
মিনা দিবসে মনজুর আহমদ বলেন, শিশুদের মানবিক শিক্ষা ও চিন্তা, চেতনার মাধ্যমে বড় করতে পারলে তাঁরা আগামী দিনের আলোকিত মানুষে পরিণত হবে। মীনা দিবসের তাৎপর্য হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে সকল কোমলমতী শিশু স্কুলে যায়, তাঁদের সার্বিক মেধার বিকাশ, পর্যাপ্ত বিনোদনের মাধ্যমে তাদেরকে উৎফুল্লø করা এবং ছোট থেকে তাদেরকে আচার-আচরণ ও স্বাস্থ্য সহ সকল ভালো কাজের মাধ্যমে সম্পৃক্ত করে সে ভাবে গড়ে তোলাই হচ্ছে মিনা দিবসের আলোচ্য বিষয়। মিড ডে মিলের থিম নিয়ে এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‘মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই।
মতলব উত্তরে মিনা দিবস উপলক্ষ্যে উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ ও ইউএনও শারমিন আক্তারের নেতৃত্বে র্যালী বের করা হয়।