নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যানজট নিরসনে ও র্দূঘটনা এড়াতে শহরের খানপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি ) ফতুল্লা রাজস্ব সার্কেল ও নারায়ণগঞ্জ সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহীদা বারিক। বৃহস্পতিবার ২১ জানুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ সদর থানাধীণ খানপুর ৩০০ শয্যা হাসপাতাল সংলগ্ন সড়কে জেলা প্রশাসনের নির্দেশে এই অভিযানটি পরিচালিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নাহীদা বারিক নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, ৭টি ব্যাটারি চালিত রিক্সার ২৮টি ব্যাটারি ধ্বংস করা হয়। আরো ৪টি সিএনজি’র কাগজপত্র না থাকায় মোট ১৯ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি আরো জানায়, ব্যাটারি চালিত রিক্সাগুলো প্রতিনিয়ত নানা রকম দূর্ঘটনার জন্ম দিচ্ছে। কেড়ে নিচ্ছে স্বাভাবিক ভাবে বেঁচে থাকার নিশ্চয়তা তাই এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ব্যাটারী চালিত রিক্সার জন্য পূর্বেও বিচ্ছিন্ন কিছু সড়ক দূর্ঘটনায় সিদ্ধরগঞ্জ, সোনারগাঁসহ বিভিন্ন স্থানে অনেকের প্রাণহাণীসহ আহত হয়েছে অনেকেই। এছাড়াও গত কয়েক মাস আগে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন মহাসড়কে ব্যাটারী চালিত সকল অটো রিক্সার উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও প্রেরণ করেন। দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার সচীব, উপ-সচীব, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক, নারায়নগঞ্জ সদর, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের আদেশ এর জবাব দিতে বলা হয়। রিট আবেদনে বলা হয় ব্যাটারী চালিত এসব যানের কারনে বিভিন্ন দূর্ঘটনা ঘটছে এখনো পর্যন্ত নারায়নগঞ্জ সিটি করপোরেশনের তিন থানা অন্তর্ভুক্ত বিভিন্ন মহাসড়কে এগুলি চলাচল করছে।