ভোট পেলেন না আনোয়ারের হাবিব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : দুই দফা স্থগিতের পর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুইটি ওয়ার্ডের ভোট গ্রহণ। গতকাল সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত শহরের সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে ২নং ওয়ার্ড এবং বন্দর বিএম উচ্চ বিদ্যালয়ে ৩নং ওয়াডের্র ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে এই দুইটি ওয়ার্ডের মধ্যে সকলের দৃষ্টি ছিলো ২নং ওর্য়াড। কারণ এই ওর্য়াডটিতে ছিলো ত্রিরত্নের সমর্থিত প্রার্থী। এদের মধ্যে (হাতি) প্রতীকে ৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভী পন্থী আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান পন্থী (ঘুড়ি) প্রতীকে ৪ ভোট পেয়ে পরাজিত হন আইনজীবী নেতা এড. শরীফ হোসেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে হতাশাময় পরাজয় বরণ করে নেয় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব। তিনি মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের কাছের লোক। তাঁর প্রতীক ছিলো (ক্রিকেট ব্যাট)। যার ব্যালট বক্সে মিলেনি কোন ভোট।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামীলীগ নেতা মতব্যক্ত করে বলেন, আহসান হাবিব মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের লোক হলেও তিনি শামীম বলয়ে পাড়ি জমাতে শুরু করায় মেয়র আইভীর চমকের কাছে তাঁর এই পরাজয়। এর আগে আনোয়ার হোসেনের সাথে মেয়র আইভীর বেশ মিল থাকলেও তিনিও চলে আসেন শামীম বলয়ে। তবে ইতোমধ্যেই বেশ কয়েকটি কার্যক্রমে আনোয়ার হোসেনকেও একক বলয় তৈরী করতে দেয়া যায়। যার কারণে তারঁ অনুগামীরা ও এখন ভরা জলে ডুবে যাওয়ার অবস্থায় পরিণত। তবে আহসান হাবিবের এমন পরাজয় কারোই কাম্য ছিলোনা। যেখানে তাঁর প্রস্তাবক ও সর্মথনকারীও ভোট দেয়নি। অন্যদিকে (ঘুড়ি) প্রতীকে ৪ ভোট পেয়ে পরাজিত হলেও শামীম বলয়ের অনেকটা সম্মান রেখেছে আইনজীবী নেতা এড. শরীফ হোসেন।

জেলা পরিষদের ২ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্রের ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে শুরু হলেও দুপুর পৌনে ১২ টায় সর্বপ্রথম ভোট দেন নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু। এরপর সিটি মেয়র ডা: সেলিনা হায়াত আইভীসহ একে একে ভোট দেন ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার খোকন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, সংরক্ষিত আসনের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর মিনোয়ারা বেগম মিনু, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী এবং ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান। দুপুর সোয়া ২ টায় ফলাফল ঘোষণা করেন, ২ নং ওয়ার্ড নির্বাচনের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: আতাউর রহমান। এরপর উল্লাসে মেতে উঠেন জাহাঙ্গীর হোসেনের সমর্থকরা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয় এই দুইটি ওয়ার্ডের সদস্যরা। এই নির্বাচনে ভোট দিতে অংশগ্রহন করবেন ২৫ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ থেকে ১৮ নং ওয়ার্ড নিয়ে গঠিত জেলা পরিষদের ২নং ওয়ার্ডের মোট ভোটার হচ্ছেন মেয়রসহ ১৩ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভীসহ নারী ভোটার রয়েছেন ৪ জন এবং পুরুষ ভোটার ৯ জন।

add-content

আরও খবর

পঠিত