নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : এই মাঠকে মিনি স্টেডিয়ামে রুপান্তর করার জন্য যা কিছু প্রয়োজন আমি তাই করবো। আমি ভোটের আশায় কাজ করি না। শুধু তাই নয়, এর জন্য যা কিছু করা প্রয়োজন, তাই করব। সোমবার ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত ৫ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখিত কথা বলেন।
শামীম ওসমান বলেন, এই খেলার মাঠকে স্টেডিয়ামে রুপান্তরিত করার দাবী শুধুমাত্র আলীগগঞ্জ বাসীর দাবী নয়, এই দাবী আমাদের তথা নারায়ণগঞ্জবাসী সকলের। যাতে করে ছেলে মেয়েরা লেখাপড়ার পাশাপাশি বিনোদনের জন্য খেলার মাঠ পায়। এখানে একটি সরকারি প্রকল্প করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। বর্তমানে বিষয়টা কিছুটা জটিল হয়ে পড়েছে। আমার আগে যেই ব্যক্তি এখানে সংসদ সদস্য ছিলেন, তিনি কোন কাজ করেননি। এখনও বহু রাস্তাঘাট সংস্কার করার কাজ বাকি রয়েছে। সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ণ ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলহাজ্ব কাউছার আহমেদ বলেন, এক সময় এই মাঠে মাদক সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ হতো। তাছাড়া একটি মহল এই মাঠটি প্রায় দখল করে রেখেছিল। আমি এলাকার মুরুব্বি ও যুবকদের নিয়ে এটিকে দখল মুক্ত করেছি। যাতে করে ছেলে মেয়েরা খেলা ধূলার জন্য একটি মাঠ পায়। তবে আমি প্রথমে এই মাঠকে স্টেডিয়াম করার চিন্তাও করিনি। এই স্বপ্ন দেখিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি এই মাঠের বিষয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করেছেন। কিন্তু একটি মহল এখানে ভবন নির্মানের নামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে। কিন্তু এখানে ভবন নির্মান হলে মাঠের পরিবেশ নষ্ট হবে কিনা তা জানতে চেয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট ১ মাসের মধ্যে প্রতিবেদন চেয়েছে মাননীয় হাই কোর্ট। মূলত এই মাঠ আলীগঞ্জ তথা নারায়ণগঞ্জ বাসীর প্রাণের দাবী হয়ে দাঁড়িয়েছে। তাই নারায়ণগঞ্জবাসীর এই প্রাণের দাবী বাস্তবায়নের জন্য আমি সংশ্লিষ্ট কর্তিপক্ষের হস্থক্ষেপ কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কে.ইউ আকসির, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মো: ফারুখ আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ.জেড.এম ইসমাইল (বাবুল) ও সাধারণ সম্পাদক মো: তানভীর আহমেদ টিটু প্রমুখ ।