ভেজাল খাদ্য কারখানায় র‌্যাবের অভিযান, রূপগঞ্জে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ একটি অনুমোদনবিহীন ভেজাল খাদ্য তৈরী কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১ এর সদস্যরা। অভিযানে বিপুল পরিমান নকল পণ্য জব্দ করা হয়। এ সময় ডিডি ফুডস এর কর্মকর্তা আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়। ২৭ই এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুশাবো টেংরারটেক এলাকার ডিডি ফুডস কারখানায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে কুশাবো টেংরারটেক এলাকার ডিডি ফুডস নামক একটি অনুমোদনবিহীন কারখানায় অভিযান চালানো হয়। সেখানে শিশু খাদ্যসহ ফ্লেভার পুডিং, ডিডি আইস ললি, ডিডি ম্যাংগো জসু, ডিডি ম্যাজিক ফ্রুটস ফ্লেভার, ভেজাল জুস তৈরির কাজে ব্যবহৃত ম্যাংগো ফ্লেভার কেমিক্যাল, লিকুইড উডিং, অরেঞ্জ ফ্লেভার উৎপাদন ও বাজারজাত করে আসছে। বিপুল পরিমান ভেজাল খাদ্য জব্দ সহ আফজাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত