নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নকল ও ভেজাল ঘি উৎপাদনের দায়ে অস্ট্রেলিয়ান গাওয়া ঘি নামক প্রতিষ্ঠানকে সিলগালা ও কারখানার ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ২৭ সেপ্টেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। এতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আড়াইহাজার থানার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন । কারাদন্ড প্রাপ্তরা হলো মো. রাকিব (১৯) কে ১ মাস, আতিকুল ইসলাম (২৪) কে ৬ মাস এবং মো. সবুজ (২৯) কে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।
২৭ সেপ্টেম্বর শুক্রবার র্যাব-১১ এর উপ-পরিচালক তালুকদার নাজমুছ সাকিব সাড়ে ৫ টার দিকে এক সংবাদ বিবৃতে জানান, আড়াইহাজারে অস্ট্রেলিয়ান গাওয়া ঘি নামক উৎপাদনকারী প্রতিষ্ঠান নিম্নমানের সোয়াবিন তৈল, ডালডা ও গাওয়া ঘি এর সাথে বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গাওয়া ঘি উৎপাদন করে অস্ট্রেলিয়ান গাওয়া ঘি ব্র্যান্ডে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে।
তিনি আরো জানান, উৎপাদিত দ্রব্যে উৎপাদনের তারিখ না দিয়ে অগ্রিম তারিখ দেওয়া, মেয়াদ উক্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্রক্রিয়াজাত করা এবং বিএসটিআই এর নীতিমালা লঙ্ঘন করে খাদ্য উৎপাদন করার অপরাধগুলো আমলে নিয়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এ দোষী সাব্যস্ত করে অস্ট্রেলিয়ান গাওয়া ঘি নামক প্রতিষ্ঠানের ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করাসহ উক্ত প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। অনুমোদিত ও ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করনের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।