ভূলতা ফ্লাইওভারটি অন্ধকার থাকায় ঘুরে বেড়াছে উড়ন্ত ছিনতাইকারী !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল-ভূলতা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে মোটরসাইকেল দিয়ে ঘুরে বেড়াছে উড়ন্ত ছিনতাইকারী চক্র। আর এদিকে ভূলতা ফ্লাইওভারটি অন্ধকার থাকায়, সুযোগ বুঝে ছোঁ-মেরে ছিনতাই করে নিয়ে পালাচ্ছে মোবাইল সেট, টাকা, কানের দুল, গলার চেইনসহ আরও বিভিন্ন সরঞ্জাম।  চোখের পলকে এসব ঘটনা ঘটিয়ে দ্রুত সটকে পড়ছে এসব ছিনতাইকারী চক্রের সদস্যরা।

একটি অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ই মার্চ রবিবার রাত ৮টার দিকে গাউছিয়া থেকে সিএনজি যোগে জেসমিন আক্তার সূর্বনা বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল (ভূলতা ফ্লাইওভারের নিচে) চলন্ত সিএনজি থেকে মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীরা হাত থেকে একটি ব্যাগ ও ব্যাগে থাকা ২১ হাজার টাকা একটি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরে জেসমিন আক্তার সূর্বনা রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয় এক ব্যাসায়ী মনির হোসেন জানান, ভূলতা ফ্লাইওভারটিতে বিদুৎতের খুটি থাকলেও নেই আলো, ভূলতা ফ্লাইওভারটিতে অন্ধকার থাকায় ছিনতাইকারীদের আনাগোনাও খুব বেশি বেড়ে গেছে। তাই সেই সুবিধায় ছিনতাইকারীরা ছিনিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র। তবে ফ্লাইওভার যদি অন্ধকার না থাকতো তাহলে এতো বেশি ছিনতাই হতো না। এছাড়াও গ্রামের রাস্তাগুলো দিয়েও ছিনতাইকারীরা চলাচল করে থাকে। অল্প বয়সী ছেলে-মেয়ে এক সাথে চলাচল করতে দেখলেই রাস্তায় ধরে আটকে রেখে বিভিন্ন অজুহাতে মোবাইল, টাকা, কানের দুল, গলার চেইনসহ আরও বিভিন্ন সরঞ্জাম নিয়ে দ্রুত সটকে পড়ে ছিনতাইকারীরা। অনেকটা বাঁজ পাখির মতো এসব ছিনতাইকারীরা। দক্ষতার সাথে গ্রামের রাস্তাগুলোতে ছোঁ-মেরে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নাজিম উদ্দিন মজুমদার বলেন, একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ পেয়েছি তবে ছিনতাইকারীদের ধরার জন্য আমরা চেষ্টা করছি।

add-content

আরও খবর

পঠিত