নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার একাধিক মামলার আসামী ভূমিদস্যু সন্ত্রাসী শাহজাহান ও এমদাদ হোসেনের বিরুদ্ধে মামলা করে আসামীদের উৎপাতে বাদী মারুফ পালিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাদক বিক্রেতা ও সেবনকারী শাহজাহান এবং এমদাদ হোসেন সহ তাদের বাহিনী এনায়েতনগর, আইলপাড়া ও পাঠানটুলীতে অরাজকতা সৃষ্টি করে মানুষদের আতংকে রেখেছে।
মামলার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল মৌজার সিএস ও এসএ ১৬৪৩, আরএস ৩১৯৬নং দাগে ১৬.৭৮ শতাংশ সম্পত্তির খরিদসূত্রে মালিক এবং উহা ভোগ দখলে মারুফ হোসেন গং নিয়ত আছে। এলাকার মৃত আজিজুর রহমানের কুখ্যাত ছেলে সন্ত্রাসী ভূমিদস্যু শাহজাহান ভোগদখলীয় সম্পত্তি জোর পূর্বকভাবে দখল করার পায়তারা করে আসছে। যার পরিপেক্ষিতে উক্ত সম্পত্তির একজন অংশীদার মোঃ নুরুল ইসলাম প্রধান বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেটঃ-১ আদালত নারায়ণগঞ্জে বিবাদীদের বিরুদ্ধে একটি পিটিশন মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট বর্ণিত সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ বিবাদীদেরকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন। উক্ত মামলার জের হিসেবে ভূমিদস্যু শাহজাহানের নেতৃত্বে মৃত এনায়েত আলীর ছিচকে সন্ত্রসী এমদাদ হোসেন সহ ১০/১২ জন লাঠি সোঠা, হকষ্টিক, হামার, ধারালো চাপাতি ও দেশিও অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া পিকআপ যোগে বর্ণিত সম্পত্তি অনাধিকার প্রবেশ করতঃ শাহজাহানের হুকুমে অন্যান্য আসামীরা নির্মিত বাউন্ডারী ওয়াল ভাংচুর করে। উক্ত সংবাদে দ্রুত বাধা প্রধান করিলে বিবাদীরা বেদমভাবে লাঠি সোঠা দিয়া পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম সহ শাহজাহান মারুফকে মাটিতে শোয়াইয়া গলা চাপিয়া শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় প্যান্টের পকেটে থাকা একটি লুমিয়া মোবাইল সেট যার মূল্য ৩২ হাজার টাকা নিয়া নেয়। ভূমিদস্যু শাহজাহানের বিরুদ্ধে অন্যান্যরা নির্মাণ কাজের জন্য আনিয়া রাখা ১.৫০ টন ৪ সূতা রড, ১.৫০ টন ৩ সুতা রড যাহার মূল্য দেড় লক্ষ টাকা ও ২০০ বস্তা ও সিমেন্ট এর মূল্য নব্বই হাজার টাকা পিকআপে উঠাইয়া ফেলে, তখন সন্ত্রাসী বিবাদীরা উক্ত জায়গা জবর দখল করার জন্য প্রয়োজনে মারুফ হোসেন সহ তার পরিবারকে খুন করিয়া গুম করার হুমকি প্রদান করে। এছাড়া সম্পত্তির অংশীদারদের যেখানে পাইবে সেখানে তাদের হাত পা ভাঙ্গিয়া দিবে। উক্ত রুপ হুমকি দিয়া বিবাদীরা মালামাল সহ পিকআপযোগে দ্রুত চলিয়া যায়। তখন আহত ব্যক্তির ডাক চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হাসপাতালে নিয়া যান। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৭।
বাদীপক্ষ জানায় আসামীরা পেশীর জোড় খাটাইয়া এলাকায় অন্যের জমি দখল চাঁদাবাজি করিয়া বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। অথচ পুলিশ তাদের কিছুই বলছে না। মামলা করার পর থেকে বাদীপক্ষকে বিভিন্নভাবে হয়রানি করায় এবং জীবনে মেরে ফেলার অব্যহত হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যপারে পুলিশ প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ও তার পরিবার। উল্লেখ্য যে, সন্ত্রাসী শাহজাহান এলাকার গড ফাদার হিসেবে থাকলেও তার কোন রাজনৈতিক পরিচয় নেই। অন্যদিকে এমদাদ হোসেন রাজনৈতিক পরিচয়ে এলাকায় ছেচরামানি করে বেড়াচ্ছে।