নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় ভুয়া রশিদ দিয়ে মাদ্রাসার চাঁদা উত্তোলনের অভিযোগে স্বপন মিয়া নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া উপজেলার হাতকোপা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। বুধবার (২৪ জুলাই) সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ইউএনও অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড়নগর এলাকার দক্ষিণ বটতলা নামে একটি মাদ্রাসার রশিদ তৈরি করে এক যুবক সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছে এমন অভিযোগে পুলিশ স্বপন মিয়াকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।