ভুল সেটের প্রশ্নে এসএসসি পরীক্ষা দিলেন ৫৭০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা ভুল সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। মঙ্গলবার এসএসসিতে বিজ্ঞান বিভাগে রসায়ন প্রশ্নে সারা দেশে ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন।

রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের পাঁচটি স্কুলের ৫৭০ জন পরীক্ষার্থী ছিলেন। এসব পরীক্ষার্থীদের ৩ নম্বর সেটের স্থানে ১ নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

ভুল সেটে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্র সচিব সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলাম।

তিনি জানান, এ ঘটনা জানাজানি হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে বোর্ডের সাথে আমরা যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। যখন পরীক্ষার উত্তরপত্র বস্তাবন্দী করে নিয়ে যায়, তখন ফরোয়ার্ডিং দিতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা রসায়নে যে সেটের প্রশ্নে পরীক্ষা দিয়েছে সে অনুযায়ী উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এ ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত