নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে মো. তানভীর আহমেদ ওরফে রুবেল মৃধা (৩১) ও মো. মিজানুর রহমান তালুকদার (২৫) নামে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। ২৪ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করে র্যাব-১১ দল। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ২হাজার ৪শত পঞ্চাশ টাকা ও চাঁদা আদায়ের ১টি খাতা জব্দ করা হয়।
২৪ জানুয়ারি রবিবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, উপস্থিত স্বাক্ষী ও লেগুনা চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে পলাতক আসামী রাশেদের প্রত্যক্ষ মদদে জুয়েল ও রতনের সহযোগিতায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ শিমরাইল নয়ামাটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ১শত পঞ্চাশ টাকা থেকে ২শত টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে চিটাগাং রোডের শিমরাইল নয়ামাটি এলাকায় অভিযান পরিচালনা করে লেগুনা স্ট্যান্ডে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২ হাজার ৪ শত পঞ্চাশ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় দুই সদস্যদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
র্যাবের ওই কর্মকতা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে পলাতক আসামী রাশেদ, রতন ও জুয়েলের প্রত্যক্ষ মদদে ও পরষ্পর যোগসাজশে অবৈধভাবে লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা। তাদের অত্যাচারে লেগুনা চালকরা অতিষ্ঠ বলে জানা যায়। এছাড়াও ইতিপূর্বে চাঁদাবাজি করার অপরাধে পলাতক আসামী রাশেদ, রতন ও জুয়েলদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।