নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান মো. আলমগীর হোসেন (ভিপি আলমগীর) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৩ই মার্চ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি।
এরআগে রবিবার বিকালে ফতুল্লার এনায়েতনগরের ইউনাইটেড ক্লাবে আয়োজিত থানা আওয়ামী লীগের কর্মী সভায় অংশগ্রহন করেন ভিপি আলমগীর। সেই সভায় জ্বালাময়ী বক্তব্য প্রধান করেন তিনি এবং সভাশেষে সন্ধ্যার পর বুকে ব্যাথা অনুভব করলে সাথে সাথে চাষাড়া বালুর মাঠ এলাকায় অবস্থিত ইসলাম হার্ট সেন্টারে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, আলমগীর হোসেন এর মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন, বন্ধু মহল এবং রাজনৈতিক নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ছাত্র নেতা হিসেবে আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নারায়ণগঞ্জ কলেজের ভিপি হিসেবে থাকাকালে সফল ভাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাছাড়া তিনি বক্তাবলীর রাজাপুর পঞ্চায়েত কমিটির সভাপতি ছাড়াও অসংখ্যক সামাজিক সংগঠনের সাথেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।