ভাস্কর্য নিয়ে বিএনপি-জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে চায় : কাদের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভাস্কর্য নিয়ে বিএনপি-জামায়াত রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশকে আরেকটি বধ্যভূমি বানাতে চায়। তাদের এ অশুভ উদ্দেশ্য সফল হবে না। তাদের অতীতের জ্বালাও-পোড়াওয়ের মতো সব অরাজনৈতিক কর্মকাণ্ড জনগণ এবারও প্রতিহত করবে।

দলের কমিটি গঠন নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রীয় ভাবে যাদের নিয়ে জেলা কমিটি গঠন করা হবে তাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলে কোনো বিভাজন বরদাস্ত করা হবে না।

এর আগে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। উদ্বোধন শেষে প্রধান বক্তা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। দেশ অর্থনৈতিকভাবে এখন পাকিস্তানের চেয়েও অনেক এগিয়ে। পাকিস্তানের টিভিতে এখন বাংলাদেশের প্রশংসা করা হয়। শুধু পাকিস্তান নয়, এবার অর্থনৈতিক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে যাব। এখন ঢাকার দিকে তাকালে মনে হয় আমরা ব্যাংকক আছি। এই এগিয়ে যাওয়াটাই সহ্য করতে পারছে না পরাজিত শক্তিরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতাসহ অন্যরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আনুষ্ঠানিকভাবে আরিফুর রহমান রকেটকে সভাপতি ও জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করেন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

add-content

আরও খবর

পঠিত