নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বন্দরে মধ্যরাতে রাস্তার পাশে শুয়ে থাকা ভাসমান অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা খ্যাত মানবিক যুবলীগ নেতা খান মাসুদ। ৪ঠা জানুয়ারি বুধবার কনকনে শীত উপেক্ষা করে মধ্যরাতে ব্যাটারি চালিত ইজিবাইকে চড়ে নিজ কর্মী সমর্থকদের নিয়ে বন্দরে বিভিন্ন সড়কে ঘুমিয়ে থাকা অসহায় শীতার্ত মানুষগুলোকে খুঁজে বের করে তাদের শীত নিবারনে কম্বল উপহার দিতে ছুটে যান তরুণ এই সমাজ।
বিভিন্ন স্থানে ঘুরে-ঘুরে কম্বল উপহার দেয়া শেষে যুবলীগ নেতা খান মাসুদ এক সাক্ষাৎকারে বলেন, অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে মনের মধ্যে আত্মতৃপ্তি আসে। আর আমি রাজনীতিই করি অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি সবসময় চেষ্টা করি নিজ সামর্থ্যনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে। যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষকে ভালবেসে নিজের জীবনকে উৎসর্গ করেছেন এবং তারই কন্যা বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদেশের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের আদর্শ অনুকরণ করেই আমি আমার রাজনীতির পথচলা।
খান মাসুদ বলেন, কোন কিছু চাওয়া পাওয়ার জন্য রাজনীতি করিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দলকে ভালবেসে দলের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে আমাকে অনেক ষড়যন্তের স্বীকার হতে হয়েছে। তারপরও অসহায় মানুষের কল্যাণে আমি থেমে থাকিনি। জীবনে যত বাধাই আসুক মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য অসহায় মানুষের কল্যাণে আমি কাজ করে যাবো।
এসময় মানবিক একাজে পাশে ছিলেন,বন্দর র্যালী আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম সারোয়ার (সবুজ), বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য বাপ্পি পাঠান, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.উজ্জ্বল আহমেদ ও উজ্জ্বল আলী।