ভাষা সৈনিক নাগিনা জোহার মৃত্যুতে বন্দর প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম সহচর, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক গণপরিষদ ও সংসদ সদস্য মরহুম এ কে এম শামসুজ্জোহার স্ত্রী, ৫২’র ভাষা সৈনিক ও রত্নগর্ভা মা নাগিনা জোহা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে……….. রাজিউন। ৭ মার্চ সোমবার দুপুর ১টা ১০ মিনিটে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৬ মার্চ রবিবার দুপুর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে ১ মার্চ বাধ্যর্ক জনিত কারনে অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভাষা সৈনিক, রতœগর্ভা মা বেগম নাগিনা জোহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ৭ মার্চ এক শোক বার্তায় বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান, সাবেক সভাপতি জিএম মাসুদ, শহীদুজ্জামান ফিরোজ, আতাউর রহমান, এড. শাহ আলী পিন্টু খান, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলীম, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সহ-সভাপতি এস এম শাহিন, সাধারণ সম্পাদক কাজিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক হাজী নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, অর্থ সম্পাদক ইমরান মৃধা, দপ্তর সম্পাদক সন্তোষ রায়সহ কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত