ভাষা সৈনিক জহিরুল আর নেই, সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : ভাষা সৈনিক ও সাবেক পৌর কমিশনার ফটোগ্রাাফার স্টুডিওর স্বত্তাধীকারি খাজা জহিরুল হক আর নেই। শুক্রবার দিবাগত রাত দেড়টায় খানপুর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন)। বাদ জোহর ডিআইটি মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহটি রাখা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৭। তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।

সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন মেয়ররের পক্ষে  কাউন্সিলর অসিত বরন বিশ্বাস ও খোরশেদ আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ  নাগরিক কমিটি, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ, বাসদ নারায়ণগঞ্জ, খেলাঘর নারায়ণগঞ্জ, উদিচী নারায়ণগঞ্জ, একতা খেলাঘর, প্রগতী সাহিত্য আন্দোলন, সমবায় মার্কেট মালিক সমিতি সহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে মাসদাইর পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়।

add-content

আরও খবর

পঠিত