নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের মহান ভাষা সৈনিক আলহাজ্ব মোহাম্মদ হাসান (৮৫)এর দাফন সম্পন্ন হয়েছে। ৬ এপ্রিল বুধবার সকাল ১০ টায় ঐতিহাসিক সোনাকান্দা কিল্লা সংলগ্ন সোনা বিবি সড়কে জানাজা শেষে স্থানীয় সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজার নামাজ আদায় করেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
বায়ান্নের ভাষা আন্দোলনের অগ্রনায়ক আলহাজ্ব মোহাম্মদ হাসানের মৃত্যুর সংবাদ পেয়ে তাঁকে শেষ বিদায় জানাতে এবং তাঁর পরিবারের সদস্যদেরকে সমবেদনা জানাতে ছুটে আসেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস এম আকরাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির ১ম যুগ্ম সম্পাদক আজিজুল হক আজিজ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা, যুগ্ম সম্পাদক জিএম আরমান, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহিদুল হাসান মৃধা, বন্দর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আমিরুল ইসলাম, কাজী শহীদ আহাম্মদ, বন্দর থানা সমিতির সভাপতি এ্যডাভোকেট মোহাম্মদ নূরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ উল্লাহ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হোসেন নুর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ হান্নান সরকার, হাজী মোঃ ইয়াহ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান, বন্দর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমানউল্লাহ আমান আলহাজ্ব মোঃ খবির হোসেন, মোঃ শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা প্রেস মালিক সমিতির সদস্য ওয়াহিদ সা’দত বাবু, সোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি মনির হোসেন রাজা,সমাজ সেবক আলহাজ্ব মোঃ কুতুবউদ্দিন, সোনাকান্দা হোয়াইট ক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক ফজল, সোনাকান্দা বড় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আজহারুল হোসেন বুলবুল, ২০ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কাইয়ুম, ২০ নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা কামরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসান, কেন্দ্রীয় চলচ্চিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদিলসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভাষা সৈনিক আলহাজ্ব মোহাম্মদ দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধায় ৭টা ১০মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।