নারায়ণগঞ্জ বার্তা ২৪ : অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে জানান, মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধের পথ দেখেছি আমরা। বলা চলে মুক্তিযুদ্ধের সোপান হলো ভাষা আন্দোলন। যারা মায়ের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা ও যারা অংশ নিয়েছে তাদের শ্রদ্ধাভরা সালাম দিয়ে নেতৃবৃন্দ বলেন, পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি মাতৃভাষার জন্য জীবন দেয়নি। বীর ভাষা সৈনিকদের এ কৃতিত্বপূর্ণ অবদান জাতি চিরজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।