নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত ) : ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ কলেজ। ২১শে ফেব্রুয়ারি সোমবার সকালে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজের পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষাঢ়া শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.ফজলুল হক রুমন রেজার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অফিস স্টাফবৃন্দ সহ প্রমুখ।এদিকে, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ কলেজ অধ্যক্ষ, কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, কলেজের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ কলেজ রোভার স্কাউট গ্রæপের সদস্যবৃন্দ এবং অফিস স্টাফবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।