নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভাষা শহীদদের স্বরণে যথাযথ মর্যাদায় পালন করা হলো নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ভাষা বীরদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার মুঈনুল হক শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর সর্বস্তরের ঢল নামে শহীদ মিনারে। এরপর সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, ভাষা বীরদের পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ, শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সব বয়সের মানুষের সমাগম ঘটে শহীদ মিনারে।
এসময় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, সিভিল সার্জন ডা.এহসানুল হকসহ বিভিন্ন সরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মঈনুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেন।
এরপরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো.বাদল, সিনিয়র সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, আব্দুল কাদির,অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল প্রমুখ। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও জেলা পরিষদ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক অফিস, চেম্বার অব কমার্স, আওয়ামীলীগের অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, জেলা বার এসোসিয়েশন ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও সংগঠকরা প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।