নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। ভালো কাজ করলে বাধা আসবেই তবে থেমে গেলে চলবে না।
১৭ জানুয়ারি বিকাল ৩ টায় নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়নস্থ চানপুর এলাকায় আলহাজ্ব কারী শফিউদ্দিন হুসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করলে জান্নাতের পথ সুগম হয়। সবার ভাগ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের খেদমতের সৌভাগ্য হয় না। আমি এই মাদ্রাসা প্রতিষ্ঠাতার সাফল্য কামনা করি। পাশাপাশি সকল ধর্মীয় কর্মকান্ডে আমি আপনাদের খাদেম হিসেবে আল্লাহর গুণগানে মশগুল থাকতে চাই।
আলহাজ্ব কারী শফিউদ্দিন হুসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা গাজী তামিম বিল্লাহ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক দাতা আব্দুল গফুর, হাজরাদী বাইতুল মামুর জামে মসজিদ কমিটির সভাপতি আমির আলী সিকদার, যুবলীগ নেতা মো. মাসুম, ডালিম হায়দার, জাপা নেতা জাহাঙ্গীর আলম, শাওন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কায়েস খান প্রমূখ। পরিশেষে মাদ্রাসার উত্তোরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।