ভালো কাজে আমি সকলের পাশে আছি : আজমেরী ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার )  :  প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা আওয়ামীলীগ সর্মথীত যুব সমাজ। বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল্লামা ইকবাল রোড এলাকায় তাকে নৌকা প্রতিকীর একটি ফুলের তোড়া শুভেচ্ছা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন মো. শাহীন আহম্মেদ, মাসুদুর রহমান মাসুদ, গোলাম মোস্তাফা, জসিম, রনি, মো.তাহসিন আহম্মেদ, রাব্বি হোসেইন, হৃদয় সহ দাপা ইদ্রাকপুর খোছপাড়া ১,২ ও ৩নং ওয়ার্ডের অন্যান্য যুব নেতৃবৃন্দ।

তারা এসময় যুবনেতা আজমেরী ওসমানের সাথে কুশল বিনিময় করেন। এবং ফতুল্লা বিভিন্নস্থানের কিছু সেবামূলক কাজে তার সহযোগীতা কামনা করেন। এছাড়াও আওয়ামীলীগ সমর্থিত এ যুব নেতৃবৃন্দরা যুব নেতা আজমেরী ওসমানের সাথে বিভিন্ন সেবামূলক কাজের সাথে সম্পৃত্ত থাকার ইচ্ছা পোষন করে।

এর প্রেক্ষিতে আজমেরী ওসমান তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজে উন্নয়নে যুব সমাজ ব্যপক ভূমিকা রাখতে পারে। তাই তোমরা  এলাকায় মুরব্বীদের সম্মান করবে। ছোটদের আদর করবে। কখনও কোন অন্যায় কাজে যাবেনা। এছাড়াও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে  তুলো। ভালো কাজে আমি সকলের পাশে আছি।

add-content

আরও খবর

পঠিত