ভালো কাজের ভালো ফল, মন্দ কাজে শাস্তি : মন্ত্রী ওবায়দুল কাদের

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জের এ সড়কের মতো সব সড়কেই ভালো মানের কাজ চলছে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের জন্য শাস্তি থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ৯ মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নারায়াণগঞ্জের নতুন কোর্ট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে।নির্বাচন তো এখনি হচ্ছে না। নির্বাচনের সকল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। এখানে আমাদের কিছু করার নেই।

মন্ত্রী আরও বলেন, বিএনপির সভা সমাবেশের ইতিহাস সুখকর নয়। তারা প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে মানুষের দুর্ভোগ করে সমাবেশ করলে পুলিশ তো তাদের সরিয়ে দেবেই। আমরা তো সড়কে সমাবেশ করিনি, আমরা ময়দানে সমাবেশ করেছি। পুলিশ পলাতক আসামিদের ধরেছে। এমনিতেই মামলার এসব আসামিরা পালিয়ে থাকে, আবার সভা সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ আসামিদের গ্রেফতার করেছে, এটা তো তাদের কাজ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের  উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত