ভার্স্কয বিরোধী অপতৎপরতা রুখতে রূপগঞ্জে প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ভার্স্কয বিরোধী অপতৎপরতা রুখতে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শনিবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এই  প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় অংশ নেন রূপগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন  রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী এনায়েত করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার নুরজাহান আরা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ মজুমদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রহিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুর অপমান মানে বাংলাদেশকে অপমান করা। বঙ্গবন্ধুর ভাস্কর্য মানে দেশের ইতিহাস। আর ইতিহাসকে যারা বিকৃত করতে চায় কিংবা ভাস্কর্য বিরোধী অপতৎপরতায় লিপ্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এই অপতৎপরতা রুখতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

add-content

আরও খবর

পঠিত