নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভারতের বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার (৮ ডিসেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তৃতা করেন কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং সিপিবি নেতা ইকবাল হোসেন।
নেতারা অভিযোগ করেন, ভারত সরকার বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে সন্দেহ ও তিক্ততা বাড়বে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। তারা ভারত সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং উসকানিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
বক্তারা আরও বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। প্রভুত্বমূলক আচরণ দুই দেশের জনগণের জন্য ক্ষতিকর।”
বক্তারা দুই দেশের জনগণকে সাম্প্রদায়িক উসকানি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “জাতীয় পতাকা, সংগীত এবং সার্বভৌমত্ব অবমাননা গুরুতর অপরাধ।”
সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়।