নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে.এম সেলিম ওসমান বলেছেন, আজকের মত বিনিময় সভায় বিশেষ ব্যাক্তি যিনি আমার পিতার সাথে রাজনিতী করেছেন। সেই হলো আমার রশীদ ভাই। তিনি না আসলে আমি হয়তবা বক্তব্য দিতাম না। তিনি এসে আমাকে শক্তি জুগিয়েছেন। তিনি আরো বলেন, মতবিনিময় জনসভা রুপ ধারন করেছে। এখনও এ সময় আসেনি এত বড় জমায়েত করা। তবে আমি বন্দরে প্রবেশ করে বুঝতে পেরেছি। এখানে আমার অনেক ভালোবাসার মানুষ থাকবে। আপনারা ফুলের দেশের মানুষ। আপনারা ভাগ্যমান এখানে শীতলক্ষ্যা সেতু নির্মাণ হচ্ছে। শান্তির চরে ইপিজেড নির্মাণ করা হলে এখানকার জায়গা জমির দাম অনেকাংশ বৃদ্ধি পাওয়াসহ বহু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ ময়দানে কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, অনেকে মনে করেছেন আজ আমি এখানে নির্বাচনের কথা বলবো। আমি এখানে নির্বাচনের কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি উন্নয়নের কথা বলতে এবং কি কি উন্নয়নের প্রয়োজন তা জনগনের কাছ থেকে শুনতে। জাহের ভাই আজ আমাদের মাঝ তিনি নেই। তিনি যদি বেঁচে থাকলে আজ এই অনুষ্ঠানের সকল আয়োজন তিনি নিজ হাতেই করতেন।
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ দেলোয়ার প্রধানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়াীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন, প্রধান মহিলা ভাইস-চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিরর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম. এ সালাম. মুছাপুর ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদ হোসেন ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাছুম আহাম্মেদসহ স্থানীয় মহাজোটের নেতৃবৃন্দ।