ভাই-বোনের মধ্যে প্রতিহিংসার আগুন চাই না : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্ত ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, একটি কুচক্রী মহল সব সময় প্রস্তুত থাকে। পাশ্ববর্তী দেশে কোন কিছু হলেই দেশকে অস্থির করার চেষ্টা করে। প্রত্যেকের নিজস্ব পলিসি আছে। বাংলাদেশের পলিসি বাংলাদেশে থাকবে। ভারতের পলিসি ভারতে থাকবে। সেখানে যেই দাঙ্গা হচ্ছে অবশ্যই আমরা তার নিন্দা জানাই। কিন্তু সেই পরিস্থিতির সুযোগ নিয়ে এই দেশে কোন বিভাজন তৈরি করুক, ভাই-বোনের সম্প্রীতির মধ্যে কোন প্রতিহিংসার আগুন ছড়িয়ে দিক সেটা আমরা চাই না। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, পৌরসভা ও সিটি করপোরেশন মিলিয়ে দীর্ঘ ১৭ বছর সেবা ছাড়া আর কোন কিছু আমার মাথায় আসে নাই। আমি এক নম্বর ওয়ার্ড থেকে সাতাশ নম্বর ওয়ার্ড পর্যন্ত দলমত নির্বিশেষে কাজ করেছি। কে কোন দলের, কে ভাইয়ের নাকি বোনের লোক এগুলো আমি কখনো দেখতে চাই নাই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শঙ্কর রায়, ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, যুবলীগ নেতা হিমেল খান হিমু প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত