নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : আমার ভাই পানি খেতে চেয়েছিল ঘাতকরা পানি পর্যন্ত দেয়নি। পানি না দিয়ে একের পর একজন ফুটবলের মতো তাকে মারধর করেছে ঘাতকরা। শরীরের এমন কোনো অংশ বাকি ছিল না যেখানে আমার ভাইকে আঘাত করা হয়নি। এভাবে বর্ণনা দিচ্ছিলেন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নির্যাতনের ৭ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হোসিয়ারি শ্রমিক সুব্রত মণ্ডল জয়ের (২২) বড় বোন শম্পা মণ্ডল।
২২শে মে রবিবার বিকালে হাসপাতালের সামনে আহাজারি করতে করতে তিনি বলেন, আমার ভাই বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। হত্যাকারীদের পায়ে ধরে ক্ষমা চেয়েছে। আমরা গরিব কেউ নেই আমাদের। এ হত্যার বিচার চাই আমরা। এ ঘটনায় নিহতের বড় বোন শম্পা মণ্ডল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলার আসামীরা হলেন : সায়েম (৩০), সাজিদ ভূঁইয়া (৩৬), নাইম উদ্দিন বাবু (৩৫), দোলন (২৫), আল-আমিন (২৫), নোমান (২২), প্রণয় (২২), রাকেশ (২০), সুদেব (৩২), অনিক রাজিব (২৬) ও মানিক (২৫)। এছাড়াও মামলায় ১২ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ১৬ মে রাত সাড়ে ১২টায় সুব্রতকে ফোন করে ডেকে আসামীরা জোর পূর্বক মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। প্রায় ২ ঘণ্টা পর রাত আড়াইটায় পুনরায় তারা বাড়ির গেটের সামনে সুব্রতকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্বজনরা উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল( ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের আইসিও খালি না থাকায় সিদ্ধিরগঞ্জের প্রো অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২শে মে সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।