নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ব্রাহ্মণবাড়িয়া থেকে সাধন সাহা জয় ) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে ২৮ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সহকারি রিটানিং অফিসার কার্যালয়ে সতন্ত্রসহ বিভিন্ন দলের ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এদের মধ্যে আওয়ামীলীগের একক প্রার্থী এবাদুল করিম বুলবুল, বিএনপি থেকে তকদির হোসেন মো. জসিম, কাজী নাজমুল হোসেন তাপস ও সালাউদ্দিন ভ‚ইঁয়া শিশির, জাতীয় পার্টি থেকে কাজী মামুনুর রশিদ, জাসদ থেকে এড. শাহ জিকরুল আহমেদ খোকন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা উসমান গনি রাসেল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মো. শাহিন খান, মুসলিম লীগ থেকে আশরাফুল ইসলাম এবং সতন্ত্র (বিএনপি) থেকে মো. সাইদুল হক সাঈদ।